Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আদালতে অঝোরে কাঁদলেন পরীমণি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ০২:৪০ PM
আপডেট: ১০ আগস্ট ২০২১, ০২:৪০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিকে আদালতে হাজির করেছে সিআইডি, চাওয়া হয়েছে আরও ৫ দিনের রিমান্ড। এখন সে বিষয়ে শুনানি চলছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পরীমণিকে রিমান্ড শুনানিতে কাঠগড়ায় আনা হলে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। এসময় রিমান্ড বিষয়ে শুনানি করছেন তার আইনজীবী আইনজীবী মজিবুর রহমান।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড শুনানি চলছে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। পরে দুপুর ১টা ৫০ মিনিটে পরীমণিকে আদালতে তোলা হয়।

গত ৫ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। আজ (১০ আগস্ট) চার দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে সিআইডি।

Bootstrap Image Preview