Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রিমান্ডে নিয়ে পরীমণিকে ধর্ষণ করা হচ্ছে না তো : তসলিমা নাসরিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ১০:০২ AM
আপডেট: ১২ আগস্ট ২০২১, ১০:০২ AM

bdmorning Image Preview


জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে আসছেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি পরীমণিকে ধর্ষণ করা হচ্ছে না তো উল্লেখ করে আতঙ্কের কথা জানিয়েছেন। 

পাঠকদের জন্য তসলিমা নাসরিনের সেই পোস্টটি তুলে ধরা হলো-

পরীমণি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল, তাকেই বিয়ে করবে ঘোষণা করেছিল। শেষ মুহূর্তে সে বিয়েটা ভেঙে দিতে বাধ্য হলো। কারণ সেই সাংবাদিক পরীমণির সিনেমার নিন্দে করেছিল, তাকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরীমণি  ঠিক নিয়েছিল।

এক পরিচালক তাকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে হুট করে এক রাতের নোটিশে বিয়ে করে ফেলেছিল তাকে, পরদিন টনক নড়ে, এ লোক তো সুবিধের নয়। শেষ পর্যন্ত বাধ্য হলো ছাড়তে। সুদর্শন এক পুলিশ অফিসারের প্রেমে সাড়া দিয়েছিল। অফিসারটি বলেছিল, সে অবিবাহিত। পরে যখন জানতে পারে সে বিবাহিত, পরীমণি সরে আসে। মেয়ে, তার ওপর সুন্দরী, তাকে যে কতভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে!

এই যে তাকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন, রিমান্ডে তো শুনেছি মানুষকে প্রচণ্ড নির্যাতন করা হয়। রিমান্ডে নিয়ে পরীমণিকে তো মানসিক নির্যাতন করা হচ্ছেই, শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো? ধর্ষণ করা হচ্ছে না তো?

Bootstrap Image Preview