Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ১০:২১ AM
আপডেট: ১২ আগস্ট ২০২১, ১০:২১ AM

bdmorning Image Preview


ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে পোন্দাগুইতানের ৪০ মাইল (63 কিলোমিটার) পূর্বে ৬৫.৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটিত হয়।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির (ফিভোল্কস) বরাতে সিএনএন জানিয়েছে, ভূমিকম্প ও আফটারশকের কারণে বেশ ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে উল্লেখযোগ্য কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ফিভোল্কস সুনামির আশঙ্কার কথা জানালেও ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস এবং হাওয়াই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানায় যে সুনামির কোনো আশঙ্কা নেই।

ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অফ ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত।

সূত্র : সিএনএন ও রয়টার্স

Bootstrap Image Preview