Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় এসে করোনা পজিটিভ নিউজিল্যান্ডের ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ১১:৫৫ PM
আপডেট: ২৪ আগস্ট ২০২১, ১১:৫৫ PM

bdmorning Image Preview


পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।  ক্রিকেটার ফিন অ্যালেন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। কিউই ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট খবরটি প্রকাশ করেছে।

মঙ্গলবার বাংলাদেশের মাটিতে পা দিয়েই বড় দুঃসংবাদ পেল তারা। করোনা পজিটিভ হয়েছেন ব্যাটসম্যান ফিন অ্যালেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।

যদিও দলের আগেই বাংলাদেশে এসেছিলেন অ্যালেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকায় আসেন তিনি। দুই ডোজ ভ্যাকসিনই নিয়েছিলেন এই কিউই তারকা। ঢাকায় আসার ৪৮ ঘণ্টা আগেও সব পরীক্ষায় উতরে গিয়েছিলেন। কিন্তু ঢাকায় এসেই হলেন করোনা পজিটিভ।  

রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল দলের পর্যবেক্ষণে আছেন অ্যালেন। তার সঙ্গে যোগাযোগ আছে কিউই মেডিকেল স্টাফদেরও। বর্তমানে দলের সঙ্গে নেই তিনি, নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত আলাদাই থাকবেন ।

অ্যালেনের করোনা পজিটিভ হওয়া নিয়ে নিউজিল্যান্ড দলের ম্যানেজার মিক সান্ডলে বলেছেন, ‘এটা তার জন্য অনেক দুর্ভাগ্যের। সে এখন ভালো আছে। আশা করি দ্রুতই সুস্থ হয়ে যাবে। আর যত দ্রুত সম্ভব করোনা নেগেটিভ হবে।’

এদিকে নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকায় পা রাখে কিউইদের ২১ সদস্যের দল। অকল্যান্ড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে চেপে ঢাকায় আসে তারা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের কোয়ারেন্টাইন করবে সফরকারীরা।

নিউজিল্যান্ড দলের সঙ্গে একই হোটেলে সমান ৩ দিনের কোয়ারেন্টাইন করবে বাংলাদেশ দল। এজন্য তারাও উঠে পড়েছে রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ বিকেল ৪টায় শুরু। ম্যাচ পাঁচটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

Bootstrap Image Preview