Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশে এসেছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ০৯:৩৭ AM
আপডেট: ৩১ আগস্ট ২০২১, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


দেশে এসে পৌঁছেছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা। সোমবার দিবাগত মধ্যরাতে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। রাত ২টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিনোফার্মের টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান চীন থেকে টিকা আসার বিষয়টি নিশ্চিত করেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাত ২টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে, চীন থেকে সিনোফার্মের ২০  লাখ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।

উল্লেখ্য, বিভিন্ন দেশ এবং সংস্থা থেকে পাওয়া এবং কেনা সিনোফার্ম, ফাইজার, মর্ডানা এবং এস্ট্রোজেনেকার টিকা করোনা প্রতিরোধে দেশের নাগরিকদের দেয়া হচ্ছে।

Bootstrap Image Preview