Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তৃতীয় স্বামীকে প্রকাশ্যে আনলেন ন্যান্সি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ০৯:৪২ AM
আপডেট: ৩১ আগস্ট ২০২১, ০৯:৪২ AM

bdmorning Image Preview


হাজার কথার মালা গেঁথে যাঁর জন্য পথ চেয়েছিলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, অবশেষে আঙুল ছুঁয়ে তাঁকে প্রকাশ্যে আনলেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে হবু তৃতীয় স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করেছেন গানের কলিতে।

সোমবার বিকেলে ৪টা ৩৮ মিনিটে বাগদানের সময়ের একটি ছবি প্রকাশ করে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘তুমি তো এখন আমারই কথা ভাবছো’ গানের কয়েক লাইন যুক্ত করেছেন এই সংগীত তারকা। সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

 

দ্বিতীয়বার বিয়ে বিচ্ছেদের পর আবারও বিয়ে করার ঘোষণা দিলেও কাকে বিয়ে করছেন তা জানাননি কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। শুধু বলেন, আসছে সেপ্টেম্বরে আয়োজন করে জানাবেন বরের নাম, পরিচিত করাবেন সবার সঙ্গে। কিন্তু ন্যান্সি আয়োজন করে জানানোর আগেই জানা যায় তার বর কে।

পরে অবশ্য ন্যান্সি নিজেই তার হবু বর সম্পর্কে বিস্তারিত জানান গণমাধ্যমে। শুধু তাই নয়, নিজের ফেসবুক ওয়ালে বরের একটি ছবিও পোস্ট করেন। পোস্ট করেছেন বরের আগের ঘরের বাচ্চাদের নিয়ে ছবিও।

এর আগেও গত ২৬ আগস্ট ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ন্যান্সি। ছবিতে বর-বধুর সাজে থাকলেও মুখ দেখানো হয়নি। ইমোজি দিয়ে ছবির মুখ ঢেকে পোস্ট করেন ন্যান্সি। 

সোমবার তৃতীয় স্বামীর সঙ্গে যুগল ছবি পোস্ট করেছেন এ গায়িকা। ক্যাপশনে লিখেন, 'আমি হাজার কথার মালা গেঁথে / চেয়ে আছি শুধু তোমারই পথে/ জানি আমার কাছেই তুমি এখনই আসছো/ তুমি তো এখন আমারই কথা ভাবছো।' 

দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার একমাসের মাথায় জানা যায় ন্যান্সি আবারও বিয়ে করছেন। নিজেই জানান তার তৃতীয় বিয়ের বিষয়টি। কিন্তু পাত্র কে হচ্ছেন এটা নিয়ে নাটকীয়তা করেন কিছুদিন,  রাখেন রহস্যও। 

ন্যান্সি এবার বিয়ে করছেন গীতিকার মোহসিন মেহেদীকে। অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) তিনি। তাদের বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে বলে জানান ন্যান্সি। আর বিয়েতে মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।

Bootstrap Image Preview