Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

র‍্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলি, আটক ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৬ AM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ময়মনসিংহে খাগডহর এলাকায় অভিযান চালিয়ে চারজঙ্গিকে আটক করেছে র‍্যাব। ভোরের ব্রহ্মপুত্র নদের তীর থেকে তাদের আটক করা হয়। 

শনিবার ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। র‍্যাবের অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার ও তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে, তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। তবে পরে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে বলে জানিয়েছেন তারা।

Bootstrap Image Preview