Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কারাগারের ভাত খেয়ে পরীমণির ৩ কেজি ওজন বেড়েছে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩ AM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩ AM

bdmorning Image Preview


দীর্ঘ ২৭ দিনের কারাবন্দী জীবনে কিছুটা মেদ জমেছে চিত্রনায়িকা পরীমণির শরীরে। এমনটাই জানা গেল তার ঘনিষ্ঠজনদের সূত্রে। মুক্তি পেয়ে বাসায় ফেরার পর যারা পরীর সঙ্গে দেখা করেছেন, প্রত্যেকেই বিষয়টি লক্ষ্য করেছেন। এমনকি পরী নিজেও ওজন বাড়ার কথা স্বীকার করে নিয়েছেন।

পরীমণি একটি গণমাধ্যমকে জানান, কারাগারে থাকা অবস্থায় ব্যায়াম করতে পারেননি। এছাড়া সেখানে ডায়েট মেনে খাবারও খেতে পারেননি। সে কারণেই ৩ কেজি ওজন বেড়েছে। অবশ্য এইটুকু ওজন বাড়া নিয়ে চিন্তিত নন পরী। কাজে ফেরার আগেই নিজেকে ফিট করে ফেলবেন বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন পরীমণি। নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ব্যয়াম এবং ডায়েট মেনে খাদ্যগ্রহণ করেন তিনি। বিভিন্ন সময় ব্যায়ামের ছবি শেয়ার করে ভক্তদেরও জানিয়েছেন তার কসরতের কথা।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র‍্যাব। এরপর তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়। আদালতের নির্দেশে কাশিমপুর মহিলা কারাগারে বন্দী ছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তিলাভ করেন নায়িকা।

এদিকে পরীমণির হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। জেলে যাওয়ার আগে শেষ করেছিলেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ‘মুখোশ’ সিনেমার কাজ। অনেকখানি এগিয়ে রেখেছেন ‘প্রীতিলতা’। এছাড়াও তার হাতে আছে ‘বায়োপিক’, ‘১৯৭১ সেই সব দিন’ ইত্যাদি সিনেমা।

Bootstrap Image Preview