Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাসপাতাল চত্বরের নির্মমভাবে শতাধিক শামুকখোল পাখির ছানার মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০১ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০১ PM

bdmorning Image Preview


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বরের দুটি অর্জুন গাছ কাটা হয়েছে। এতে ওই গাছে থাকা শতাধিক শামুকখোল ছানা মটিতে পড়ে মারা গেছে। 

শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে প্রকাণ্ড গাছ দুটি কেটে নেওয়া হয়। গাছগুলো মাটিতে পড়ার আগেই বাসা তছনছ হয়ে মাটিতে পড়ে মারা যায় ছানাগুলো। কিছু ছানা পড়ে আহত হয়। পরে সেগুলো ধরে জবাই করে বস্তায় ভরে নিয়ে যান হাসপাতালের নির্মাণশ্রমিকরা। কিছু ছানা নিয়ে যান রোগীর স্বজনরাও। এ সময় প্রাপ্তবয়স্ক শামুকখোলগুলো উড়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছিল হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে। সেই পানি সরাতে নালা নির্মাণের জন্য দুটি গাছ কাটা হয়েছে। ওই গাছগুলোতে শামুকখোলের আবাস ছিল।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহীর পরিবেশবাদিরা। তারা জানিয়েছেন, সপ্তাহ দুয়েক সময় পেলে বাচ্চাগুলো উড়ে যাওয়ার মতো হতো। আর কদিন পর গাছগুলো কাটা হলে এতগুলো শামুকখোল ছানার প্রাণ যেত না।

তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী। এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

Bootstrap Image Preview