Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালেবানের অধীনে কাজে ফিরল আফগান পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৮ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৮ AM

bdmorning Image Preview


বশেষে কাজে ফিরেছেন আফগানিস্তানের পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা। কাবুল বিমানবন্দরে তালেবান এর পাশাপাশি ডিউটি করছেন। তালেবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্রান্সের একটি সংবাদ মাধ্যম।

পার্স টুডে’র প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় দেশটির পুলিশ সদস্যরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। এরপর তালেবান তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। একই সঙ্গে দেশটির সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে ক্ষমার আওতায় নিয়ে আসে তারা।

আফগান পুলিশের দুজন কর্মকর্তা জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) তালেবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দুই সপ্তাহ পর তিনি আবার কাজে ফিরলেন। দেশের সেবায় আবার ফিরতে পেরে তিনি খুবই খুশি।

Bootstrap Image Preview