Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যৌন ব্যবসায় ‘বাধ্য করায়’ ফুপু-ফুপার বি‌রু‌দ্ধে তরুণীর মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০ PM

bdmorning Image Preview


চাকরি দেয়ার কথা বলে আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে ফুপু-ফুপাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় সোমবার মাঝরাতে মামলাটি করা হয়। আসামিরা হলেন বাদীর ফুপু, ফুপা ও বন্দর থানাধীন নরকাঠী এলাকার এক যুবক।

মামলায় বলা হয়েছে, ১৪ মাস আগে বিয়ে হয় ওই তরুণীর। দাম্পত্য কলহের জেরে বিয়ের দুই মাস পর স্বামীর বাড়ি ছেড়ে বরিশাল বন্দর এলাকায় বাবার বাড়ি চলে যান তিনি। বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ফুপু তাকে ঢাকায় চাকরি দেবার কথা বলেন।

ফুপুর কথায় ৯ মাস আগে বাবা-মাকে না জানিয়েই ফুপা ও নরকাঠী এলাকার ওই যুবকের সহায়তায় ঢাকার শনির আখড়ায় ফুপুর বাসায় গিয়ে ওঠেন তিনি।

ওই তরুণীর অভিযোগ, ফুপুর বাসায় গিয়ে দেখেন সেখানে যৌন ব্যবসা হয়। তাকেও একটি কক্ষে আটকে মারধরের পর যৌন ব্যবসায় বাধ্য করা হয়। ৫ মাস চলে এই নির্যাতন। গত দুুই মাস আগে ওই বাড়ির গৃহকর্মীর সাহায্য নিয়ে পালিয়ে বরিশালে বাবার বাড়ি চলে যান তিনি।

সেখানে পরিবারের অন্যান্যদের সঙ্গে পরামর্শ করে মামলার সিদ্ধান্ত নিতে দেরি হ‌য়ে‌ছে ব‌লেও এজাহা‌রে বলা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আসাদুজ্জামান জানান, ওই তরুণীর অ‌ভি‌যোগ আম‌লে নি‌য়ে রা‌তেই মামলা হি‌সে‌বে রেকর্ড করা হ‌য়ে‌ছে‌। বিষয়‌টি তদন্ত ক‌রে যথাযথ ব্যবস্থা নেয়া হ‌বে।

Bootstrap Image Preview