Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভাসুরের সঙ্গে নাচ মিঠাইয়ের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৫২ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৫২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


টেলিভিশনের পর্দার মিঠাই আর সোমের সম্পর্ক আর বাস্তবের অভিনেতা ধ্রুব ও সৌমিতৃষার সম্পর্কে আকাশ-পাতাল ফারাক। ধ্রুব ও সৌমিতৃষা আসলে বেশ ভালো বন্ধু।  

আর সে কারণেই শুটিংয়ের ফাঁকে বিভিন্ন রোম্যান্টিক গানে রিল ভিডিও করতে দেখা গেছে তাদের। কয়েকদিন আগে এভাবেই এক ভিডিওতে একসঙ্গে নাচতে দেখা গেল এ দু’জনকে। 

আর এ দেখেই চোখ কপালে মিঠাই ভক্তদের। তাদের মনে প্রশ্ন উঠছে- সিদ্ধার্থকে ছেড়ে কেন সোমের সঙ্গে ভিডিও বানাচ্ছেন মিঠাই? 

তারা যে এই প্রথম এমন ভিডিও বানালেন তা নয়, এর আগেও শেরশাহ ছবির রোম্যান্টিক গানে রিল বানিয়েছিলেন মিঠাই ও সোম।

আবার মাঝেমধ্যেই এমন ভিডিও আসে বলে তাদের সম্পর্ক নিয়ে রটনাও শুরু করে দেন কেউ কেউ। কারো কারো মনে হয় ভাসুরের সঙ্গে হয়তো প্রেম করছেন মিঠাই! তাদের প্রেমিক-প্রেমিকার তকমাও দেওয়া হয়। 

আসলে নাচ সৌমিতৃষার খুব পছন্দের। তিনি নিজেই বলছেন, নাচই তার প্রথম ভালোবাসা। এছাড়াও বিভিন্ন সময় নানা রিল ভিডিও বানিয়ে থাকেন অভিনেত্রী। আর সে কারণেই অনেকে রিল কুইন বলেও ডাকেন তাকে। কয়েকদিন আগে  ‘মানিকে মাগে হিঠে’ গানে রিল ভিডিও করেছিলেন এই মিঠাই।

Bootstrap Image Preview