Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রমিকদের দাবি আদায়ের অনুষ্ঠানে বক্তব্য দিতে দিতে মঞ্চেই মারা গেলেন আবু তাহের (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৯ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের হাটহাজারীতে শ্রমিকদের দাবি আদায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আবু তাহের (৪৫) নামে এক শ্রমিক নেতা। বুধবার রাত ৮টার দিকে হাটহাজারী বাসস্টেশন এলাকায় এক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

ওই সময় মৃত্যুবরণ করা ওই শ্রমিক নেতা নির্বাচনসহ নানা দাবিতে উক্ত অনুষ্ঠানে শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। তিনি চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন। এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা ছিল। তার গ্রামের বাড়ি হাটহাজারীর নন্দীরহাট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংগঠনটির দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না। দ্রুত নির্বাচনসহ শ্রমিকদের নানা দাবিতে বক্তব্য দিচ্ছিলেন আবু তাহের। হঠাৎ তিনি স্ট্রোক করেন। এরপর তাকে দ্রুত হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, বৃহস্পতিবার বিকালে শ্রমিক নেতা আবু তাহেরকে তার গ্রামের বাড়ি নন্দীরহাটে দাফন করা হয়।

 

Bootstrap Image Preview