Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গরু চুরি নিয়ে সংঘর্ষে নিহত ৪৬ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২৯ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মাদাগাস্কারের একটি গ্রামের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বাসিন্দাদের সঙ্গে গরু চুরি করতে আসা অস্ত্রধারীদের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন।

গরু চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে দু’টি গ্রামে ১২০ জনের মতো সশস্ত্র ব্যক্তি হামলা চালান। এসময় পাল্টা হামলা চালান স্থানীয়রা। দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হন। প্রায়ই গরু চুরি করাকে কেন্দ্র করে এ অঞ্চলের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।

এ ব্যাপারে দেশটির মানবাধিকার কমিশন বলছে, তারা হামলার ঘটনার স্বাধীন তদন্ত করবে। সেই সঙ্গে তারা স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

সূত্র: বিবিসি

Bootstrap Image Preview