Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইভানার মৃত্যুর ঘটনায় স্বামীসহ দুইজনকে আসামি করে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩ AM

bdmorning Image Preview


রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মৃত্যুর ঘটনায় স্বামীসহ দুই জনকে আসামি করে মামলা করেছে পরিবার। অবশেষে মামলা নিয়েছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। রাতে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন বলেন, গতকাল শুক্রবার মামলা না করে ফিরে যাওয়ার পর আজ থানা থেকে ডাকা হয়। ৩০৬ ও ১০৯ ধারায় দুই জনের নামে মামলা করা হয়েছে।

৩০৬ ধারায় আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা দেওয়ার শাস্তির কথা বলা হয়েছে। আত্মহত্যার প্ররোচনাকারীর ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ইভানার মৃত্যুর ঘটনায় আজ রাতে তাঁর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী বলেন, ‘শুক্রবার (গতকাল) থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছিলাম। আজ রাতে সেই অভিযোগ মামলা আকারে নথিভুক্ত করেছে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছি।’

তিনি বলেন, ‘মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।’

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহবাগ থানার নবাব হাবিবুল্লাহ রোডে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেছনে) দুই ভবনের মাঝখান থেকে ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Bootstrap Image Preview