Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে নালায় পড়ে হারিয়ে গেলো তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০০ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রামের ডবলমুরিং থানার বাদামতলী মোড় এলাকার নালায় পড়ে ২০ বছর বয়সী এক তরুণী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নালায় পড়ে যান তিনি। রাত সাড়ে ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ। তিনি বলেন, সাদিয়া নামের এক তরুণী নালায় পড়ে গেছেন এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। অভিযানে ডুবুরি দলের সদস্যরা ও যোগ দিয়েছে।

জানা গেছে, সাদিয়া আগ্রাবাদ এলাকা থেকে চশমা কিনে মামার সঙ্গে বাসার দিকে যাচ্ছিলেন। একপাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছলে নালায় পড়ে যান। নালার ওপরে কোনো স্ল্যাব ছিল না। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, উদ্ধারকারী দল ও ডুবুরি দল নালায় তল্লাশি চালাচ্ছে। নালায় ময়লা জমে স্তূপ হয়ে আছে। ভিকটিম পানির স্রোতে ভেসে দূরে চলে গেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Bootstrap Image Preview