Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কম্পিউটারে সাবেক স্ত্রীর আপত্তিকর ৩৯ ছবি রাখার দায়ে ১০ বছরের জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫২ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫২ PM

bdmorning Image Preview


সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি প্রকাশ করার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গোলাম রসুল (৩৫) নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। গোলাম রসুলের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে। তিনি পলাতক। তাঁর অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত।

আদালতে রাষ্ট্র্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে গোলাম রসুল এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই তরুণীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। এরপর ২০১৬ সালের ২১ আগস্ট তিনি রসুলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম রসুল ওই বছরের ২৪ আগস্ট সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি খামে ভরে তাঁর বাবার বাড়ির সামনে রেখে যান। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী তরুণীর বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর কম্পিউটারে রাখা ওই তরুণীর ৩৯টি আপত্তিকর ছবি পায়। জব্দ করা হয় তাঁর কম্পিউটার।

এ নিয়ে রসুলের বিরুদ্ধে কাহালু থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন ওই তরুণীর বাবা। পুলিশ সেদিন আসামি গোলাম রসুলকে গ্রেপ্তার করেছিল। পরে জামিন পেয়ে তিনি পালিয়ে যান।

Bootstrap Image Preview