Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় মিলল ৬ কোটি টাকার পাথরের পিলার খণ্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৩ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নওগাঁর নিয়ামতপুরে প্রায় ছয় কোটি টাকা মূল্যের ৫০০ কেজি ওজনের প্রত্নতান্ত্রিক নিদর্শন বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সাদৃশ্য) উদ্ধার করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

সোমবার বিকালে অভিযান চালিয়ে উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো— নিয়ামতপুর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকিরের নেতৃত্বে দুপুরে ওই গ্রামের আশিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই বাড়ি থেকে বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সাদৃশ্য) উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। যার দৈর্ঘ্য ২ ফিট ৮ ইঞ্চি, প্রস্থ ১ ফিট ৪ ইঞ্চি। ওজন ৫০০ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন ব্যক্তির কাছে উল্লিখিত বেলে পাথর সঞ্চয় ও বিক্রির চেষ্টা করছিল। 

পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম পাথরটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানার এসআই আবুল কালাম বাদী হয়ে থানায় একটি জিডি করেন, যার জিডি নং-১০৫৪।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় জিডি হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview