Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে ‘গোলাগুলি’, নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:১২ AM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:১২ AM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত ব্যক্তি মাদক কারবারি। তার পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান দেশে প্রবেশ করছে- এমন সংবাদে সীমান্তে টহল জোরদার করে বিজিবি। সে সময় টহলরত বিজিবি সদস্যরা চার-পাঁচজনের একটি দলকে সীমান্ত দিয়ে প্রবেশের সময় থামাতে সংকেত দেয়।

তারা না থেমে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে আত্মরক্ষার জন্য বিজিবিও পাল্টা গুলি চালায়। তারা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন বিজিবি সদস্যরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লে. কর্নেল আলী হায়দার আরও বলেন, আহত অবস্থায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক থাকায় তিনি কোনো উত্তর দিতে পারেননি।

Bootstrap Image Preview