Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্মহত্যাকারীর জানাজার নামাজ কি পড়া যাবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মুফতি আবু বকর রিশাদ।। 

প্রশ্ন: আত্মহত্যাকারীর জানাজার বিধান কি?

উত্তর: কোনো মুসলিম ব্যক্তি যদি আত্মহত্যা করেন, তা হলে তার জানাজা পড়া হবে। তবে তার জানাজায় সমাজের অনুসৃত ও মান্যবার ব্যক্তিরা শরিক হওয়া থেকে বিরত থাকতে হবে। যাতে করে ‘আত্মহত্যা কবিরা গুনাহ’ হওয়ার অপরাধবোধ মানুষের অনুভূতিতে জাগ্রত থাকে।

হজরত জাবের ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলের (সা.) সামনে আত্মহত্যাকারী এক ব্যক্তির লাশ আনা হয়, রাসুল (সা.) তার জানাজা পড়েননি। 

তথ্যসূত্র- (সহিহ মুসলিম- ২২৫৮, সুনানে আবু দাউদ- হাদিস, ৩৫৩৩, সুনানে বায়হাকি- ৬৭৩৩, ফাতহুল মুলহিম ৬/৫৯,  ফতোয়ায়ে কাযিখান ১/১১৬, দুররে মুখতার ৩/১০৮)

লেখক: শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুল উলুম হোসাইনিয়া, মিরওয়ারিশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী

Bootstrap Image Preview