Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাড়িতে নেট মাধ্যমে উত্তাপ ছড়াচ্ছেন মোহময়ী মালাইকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২১, ০৯:২৫ AM
আপডেট: ০১ অক্টোবর ২০২১, ০৯:২৫ AM

bdmorning Image Preview


বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা নিজের ফ্যাশন সেন্সে বরাবরই চমক দেন। জিম পোশাক হোক কিংবা সুইমস্যুট-- সবেতেই মালাইকা একজন সত্যিকারের ফ্যাশনিস্তা। কিন্তু সাবেদি সাজেও যে এমন অসাধারণ দেখাবে তাঁকে, তা এই ছবিগুলি না দেখলে বোঝাই যেত না। মাঝে মাঝেই শাড়ি পরেন মালাইকা। ডান্স রিয়ালিটি শো-এর বিচারকের আসনেও শাড়ি পরে হামেশাই দেখা যায় তাঁকে।

অনেক নারীর কাছেই শাড়ি ছাড়া পূর্ণতা পায় না কোনো অনুষ্ঠানই। হোক না তা বিয়ে, বরণ বা বিদায়।  

তেমনই এক উপলক্ষ্য হলো পূজা। এ সাজ তো শাড়ি ছাড়া চলেই না। বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার তার ফ্যাশন সেন্সের জন্য আলাদা পরিচয় রয়েছে।

জিম থেকে সুইমস্যুট সবখানেই নিজের রুচির প্রমাণ রাখেন মালাইকা। মাঝে মাঝে শাড়িও পরেন মালাইকা। যথারীতে সেখানেও তিনি রাখেন আভিজাত্যের ছাপ। 

ট্র্যাডিশনাল হ্যান্ডলুম থেকে আগে থেকে ড্রেপ করা শাড়ি, নানা শাড়িতেই মোহময়ী সাজতে জানেন মালাইকা। কিছুদিন আগে মণীশ মলহোত্রার ডিজাইন করা নীল শাড়িতে দেখা গিয়েছিল নায়িকাকে। শাড়িতে রয়েছে সিলবার সিক্যুইনের কাজ। এই শাড়ি মালাইকা পরেছিলেন ব্রালেট ব্লাউজ দিয়ে। সঙ্গে পোল্কি চোকার ও ম্যাচিং কানের দুল পরেছিলেন তিনি। চুল খুলে সাধারণ ব্লো ড্রাই করা ছিল। স্মোকি চোখ ও লাল রঙের লিপস্টিকে মোহময়ী হয়ে উঠেছিলেন মালাইকা। 

মালাইকা শাড়ি পরতে পছন্দ করেন। নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন শাড়ি পরা ছবি। শাড়ির সঙ্গে ভারী গয়নাও পরেছিলেন তিনি। চোকার ও নেকলেস দুই-ই পরেছিলেন তিনি। সঙ্গে ব্যাঙ্গলস ও কানের দুল ম্যাচিং।

Bootstrap Image Preview