Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পল্লবী থেকে ৩ বান্ধবী নিখোঁজ, আটক তিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২১, ০৮:৪০ AM
আপডেট: ০২ অক্টোবর ২০২১, ০৮:৪০ AM

bdmorning Image Preview


রাজধানীর পল্লবী (মিরপুর-১৪) এলাকায় তিন ছাত্রী বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসার থানায় অভিযোগ করেছে এক পরিবার। ওই তিন ছাত্রীকে বিদেশে পাঠানোর নাম করে কৌশলে পাচার করা হয়েছে বলে মনে করছে তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত তাদের কাছ থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর বিষয়ে কোনো তথ্য পুলিশ জানতে পারেনি।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলেন- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা প্রত্যেকে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে দিলখুশ জান্নাত নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, স্নেহা পল্লবী ডিগ্রী কলেজ ও কানিজ ফাতেমা দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী।

এ বিষয়ে শুক্রবার (১ অক্টোবর) নিখোঁজ কাজী দিলখুশ জান্নাত নিসার মা মাহমুদা আক্তার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি তিন তরুণকে অভিযুক্ত করেছেন। অভিযুক্তরা হলেন তরিকুল, রকিবুল ও জিনিয়া। এর মধ্যে জিনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের পরিচিত মুখ।

অভিযোগকারী লিখিত অভিযোগে বলেন, তার মেয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় ছয় লাখ টাকা নিয়ে বের হয়েছেন। তার দুই বান্ধবীর মধ্যে একজন বাসা থেকে আড়াই ভরি সোনার অলংকার ও আরেকজন বাসা থেকে ৭৫ হাজার টাকা নিয়ে গেছেন। বাসা থেকে যাওয়ার পর থেকে তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের শিক্ষার্থীর বড় বোন শুক্রবার বিকেলে সারাবাংলাকে বলেন, ‘আমার বোন কোনো ছেলের সঙ্গে মিশত না। কিন্তু কয়েকদিন হলো তরিকুল নামে ছেলেটি আমাদের বাসার সামনে এসেছিল। গত কয়েকদিন হলো তিন বান্ধবী এবং তরিকুল, রকিবুল ও জিনিয়া সবাই কাশবনে ঘুরে এসেছে। তরিকুল ও রকিবুলের সঙ্গে জিনিয়া নামে এক মেয়ে আছে। সে টিকটক করে বেড়ায়।’
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গতকাল (৩০ সেপ্টেম্বর) সকালে আমার বোন ও তার দুই বান্ধবী নিখোঁজ হওয়ার পর আমরা দুপুরে তরিকুলদের বাড়ি গিয়েছিলাম। তখন তরিকুলরাও বাড়িতে ছিল না। কোথায় ছিল, সেটি কেউই বলতে পারেনি। গতকালই আমরা থানায় গিয়েছিলাম। থানা পুলিশ যদি গতকালও জিডিটা নিত, তাহলে হয়তো মেয়েদের অন্তত খুঁজে পাওয়া যেত।’

ওই শিক্ষার্থীর বোন আরও বলেন, পুলিশ আজ (শুক্রবার) অভিযোগ নেওয়ার পর তরিকুল ও রকিবুলসহ তিন জনকে আটক করেছে। তবে জিনিয়াকে পাওয়া যায়নি। তরিকুলকে যখন পাওয়া গেল তখন তার ফোনে আমরা দেখেছি যে সে বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে অনেক কথা বলেছে। পরে এসআই এলে সেগুলো ডিলিট করে দেয়।
বিজ্ঞাপন

‘আমার ছোটবোন বলত, তরিকুল একজন ভালো হ্যাকার। সে আমেরিকা চলে যাবে। তরিকুলের মায়ের নম্বর নিয়ে আমরা দেখেছি, ওই নম্বর থেকেও সে কানাডার অনেক মানুষের সঙ্গে কথা বলেছে। জিনিয়ার বাসাতেও গিয়েছিলাম। কিন্তু সে বাসায় ছিল না। কোথায় গেছে, তাও কেউ বলছে না। তার পরিবার আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। দুই-তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে। বলার মতো অবস্থা তৈরি হলে জানানো হবে।’

 

Bootstrap Image Preview