Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবাকে না পেয়ে মেয়েকে গলা কেটে হত্যা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২১, ০৯:৫২ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০২১, ০৯:৫২ AM

bdmorning Image Preview


কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে বিরোধের জের ধরে বাবাকে না পেয়ে মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় ওই কিশোরীর বাবা প্রাণভয়ে অন্যের ঘরে লুকিয়েছিলেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে বাড়ির পুকুর থেকে ওই কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের একটি পুকুর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহত সালমা আক্তার (১৪) উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের সোলেমান ব্যাপারীর মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সালমা তৃতীয়। সে বিল্লাল বাজার কওমি মাদরাসার শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বসন্তপুর গ্রামের ভূঁইয়াপাড়ার গরু ব্যবসায়ী সোলেমান ব্যাপারীর সঙ্গে তাঁর ভাতিজাদের বিরোধ ও মামলা চলছে।

সোলেমান ব্যাপারী জানান, জমি নিয়ে তাঁর ভাতিজাদের সঙ্গে বিরোধ ও মামলা চলছে। গত ২৫ সেপ্টেম্বর ভাতিজারা তাঁর স্ত্রীকে মারধর করে। এরপর হাসপাতালে ছিলেন তাঁরা। গত শুক্রবার তিনি বাড়ি ফিরলে রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন লোক তাঁকে ঘিরে ধরে। তখন দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন তিনি। তখন ঘরে তাঁর মেয়ে সালমা একাই ছিল। গতকাল সকালে খবর পান মেয়েকে কুপিয়ে হত্যা করে পানিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমির বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে।

Bootstrap Image Preview