Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া ৭ তরুণীর ৪ জন উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ১২:০৫ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০২১, ১২:০৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ৭ তরুণীর মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তারা প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন।

উদ্ধার ৪ জনের মধ্যে দুজনকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে এবং অপর দুজনকে নেত্রকোণা থেকে সোমবার রাতে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘মিরপুর বিভাগে মোট সাতজন পৃথক দুই দিনে নিখোঁজ হয়েছিলেন। তাদের মধ্যে চারজনকে গতকাল রাতে উদ্ধার করা হয়েছে।’

মিরপুর পুলিশ বিভাগের পল্লবী থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হন তিন তরুণী। একই দিন মিরপুর মডেল থানা এলাকা থেকে নিখোঁজ হন দুই তরুণী। এই থানা থেকে পরদিন নিখোঁজ হন আরও দুই তরুণী।

পুলিশ বলছে, উদ্ধার চারজনের সবাই মিরপুর মডেল থানার। পালিয়েছিলেন প্রেমিকের হাত ধরে।

Bootstrap Image Preview