Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আরিয়ানের বান্ধবী মুনমুনের স্যানিটারি প্যাডে লুকনো ছিল মাদক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ০৬:০০ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০২১, ০৬:০১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে থাকতে হবে এনসিবি হেফাজতে। আরিয়ানের দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচার ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট। আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই মুনমুন ধামেজাকে নিয়ে হইচই পড়ে গেছে- কে এই মুনমুন? আরিয়ানের সঙ্গে তার সম্পর্কও বা কি?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুনমুন ধামেচার পেশায় মডেল। বয়স ৩৯। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা তিনি। সেখানেই মূলত বড় হওয়া। মুনমুনের এক ভাই রয়েছে। তিনি থাকেন দিল্লিতে। এরপর পেশার জন্য প্রথমে ভোপাল এবং পরে দিল্লিতে চলে আসেন মুনমুন। প্রথমে থাকতেন ভাইয়ের সঙ্গেই।

মডেল জগতের পাশাপাশি মুনমুন ইনস্টাগ্রামেও সুপারহিট। তার ফলোয়ারের সংখ্যাও প্রচুর। মুনমুনের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যায়, ভিকি কৌশল, মিকা সিং, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে ছবি রয়েছে তার।

শোনা গিয়েছে, এনসিবি’র জেরায় প্রথমে যদিও মাদক সেবনের কথা স্বীকার করেননি আরিয়ান। পরে যদিও জেরার মুখে ভেঙে পড়েন তিনি। জানান, চার বছর ধরে মাদক নেন শাহরুখপুত্র। দুবাই, লন্ডনে গিয়েও মাদক নিয়েছেন তিনি। এনসিবি আধিকারিকরা আরিয়ানের লেন্সের কৌটো থেকে মাদক বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় ধৃত মুনমুন ধামেচার স্যানিটারি ন্যাপকিন এবং অন্তর্বাস থেকে প্রচুর পরিমাণ মাদক পেয়েছেন আধিকারিকরা।

শাহরুখপুত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭, ৮সি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সোমবার আদালতে তোলার আগে ধৃত তিনজনের মেডিক্যাল পরীক্ষাও করা হয়। ঘটনার পর থেকেই দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। একপক্ষ শাহরুখ খানের সমালোচনা করেছে, অন্য পক্ষ বলিউড বাদশার পাশে দাঁড়িয়েছেন।

Bootstrap Image Preview