ঝিনাইদহ সদর উপজেলার অশ্বস্থলী গ্রামের জুবায়েরের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক তরুণীর। এরপর ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় জুবায়ের। মেয়েও রাজি হয়ে যায়।
প্রেমিক জুবায়েরের কথায় ঝিনাইদহ শহরের বাজার এলাকার একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত কাটায় দুজনে। পরে ওই তরুণীকে একা রেখে সকালে হোটেল থেকে পালিয়ে যায় যুবক।
বিয়ে করতে রাজি না হওয়ায় এ ঘটনায় গতকাল শুক্রবার (৮ অক্টোবর) ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। শুক্রবার সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের দায়ে র্যাব অভিযুক্ত জুবায়ের হোসেনকে (২৪) শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ঝিনাইদহ সদর থানার ওই তরুণীর সঙ্গে উপজেলার অশ্বস্থলী গ্রামের জুবায়েরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুবায়ের দ্রুত বিদেশ চলে যাবে বলে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার কথায় রাজি হলে গত বৃহস্পতিবার ঝিনাইদহ শহরে আসে। তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত কাটায় একটি আবাসিক হোটেলে।
ঝিনাইদহ র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান গণমাধ্যমকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণের দায়ে অভিযুক্ত জুবায়েরকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।