Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারের রিসোর্ট থেকে ১৪ তরুণ-তরুণী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২১, ০১:২৬ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০২১, ০১:২৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কয়েকটি রিসোর্ট থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৪ তরুণ-তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে হোটেল-মোটেল জোন থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের সাতজন তরুণ ও পাঁচজন তরুণী। প্রত্যেকে অসামাজিক কাজে লিপ্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, কয়েকটি অভিযোগের ভিত্তিতে কক্সবাজার হোটেল-মোটেল জোনের কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় ৯ জন তরুণ ও ৫ জন তরুণীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview