Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাটির নিচে মদের 'খনি' !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ০৮:০৬ PM
আপডেট: ১০ অক্টোবর ২০২১, ০৮:০৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মাটি খুঁড়তেই এবার বেরিয়ে এলো চোলাই মদভর্তি সারি সারি বোতল ট্যাংকি ড্রাম। সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ শনিবার রাতে জব্দ করেছে প্রায় ২ হাজার ২৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরির ওয়াশ জাতীয় পচা উপকরণ।

এ সময় ক্রেতা-বিক্রেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে গেছেন আরও ৩ জন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ পূর্বপাড়ার প্রয়াত রবিলাল দাসের ছেলে রতন রবিদাস, পার্শ্ববর্তী কুনাট ছড়া গ্রামের কালা মিয়ার ছেলে কামাল উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে  রাজু মিয়া।

রোববার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এসব তথ্য নিশ্চিত করে জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার রাত সোয় ১টার দিকে উপজেলার বাদাঘাট সরকারি কলেজ রোডের পাশে কামড়াবন্দ পূর্বপাড়ায় অভিযান চালায়।

ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে গ্রামবাসী, যুবকরা সংঘবদ্ধ হয়ে ওই পাড়ার একাধিক বাড়ির বসতভিটার ভেতর, বাহির পেছনের আঙিনার মাটি খুঁড়ে উদ্ধার করে নিয়ে আসে প্রায় ২ হাজার ২৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরির ওয়াশ জাতীয় পচা উপকরণ।

Bootstrap Image Preview