Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালের করিডোরের মরদেহটি কার?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ০৮:১৬ PM
আপডেট: ১০ অক্টোবর ২০২১, ০৮:১৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


শরীয়তপুর সদর হাসপাতালের করিডোরে এক ব্যক্তির মরদেহ। আনুমানিক ৭০ বছর বয়স। নিথর দেহটি দুপুর ১২টা থেকে পড়ে আছে। কেউ জানে না মরদেহটি কার, কীভাবে সেটি এলো।

স্থানীয় প্রশাসন ও পুলিশ রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মৃত ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি। যারা মরদেহটি ফেলে গেছে তাদেরকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

সদর হাসপাতালে তত্ত্ববধায়ক মুনীর আহমেদ জানান, হাসপাতাল ক্যাম্পাসে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পড়েছিল। পরে সেটি জরুরি বিভাগের সামনের করিডোরে এনে রাখা হয়। খবর দেয়া হয় পুলিশকে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ওই মৃত ব্যক্তির সুরতহাল করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছি। তার ময়নাতদন্ত হবে। সংগ্রহ করে রাখা হবে ভিসেরা। পরিবারের সন্ধান না পাওয়া গেলে রাতেই নিয়ম মেনে তার মরদেহ দাফন করা হবে।’

Bootstrap Image Preview