Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি দিল চেয়ারম্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০৫:৪৭ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০২১, ০৫:৪৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাধীন আমানউল্লাহপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ, আদনান বাবু নামে এক ব্যাক্তিকে মুঠোফোনে হত্যার হুমকি দেন। আদনান বাবু নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও আমানউল্লাহ পুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। 

ছয় মিনিটের একটি অডিও রেকর্ডে শোনা যায় চেয়ারম্যান ঐ ব্যাক্তিকে ফেসবুকের একটি স্ট্যাটাস কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালাগালি করেন, একপর্যায়ে হত্যার হুমকি দেন। তিনি ছাত্রলীগ নেতার সাথে সাংসদ এর ছবি থাকায় তা নিয়েও বিব্রতকর মন্তব্য করেন। জৈষ্ঠ নেতাদের ও বাবুর মা'কে জড়িয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন। শেষে তিনি বাবুকে বাসা তুলে আনার হুমকিও দেন।

জানা যায়, উক্ত চেয়াম্যানের বিরুদ্ধে চেকের মামলা সহ বিভিন্ন মামলা থাকার কথা। স্থানীয় সূত্রে জানা যায় তিনি একসময় জাসদ এর রাজনীতির সাথে জড়িত ছিলেন৷ তিনি ২০১০ সালে আওয়ামী লীগের সুসময়ে দলে অনুপ্রবেশ করেন।

চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ জানান, এটি নিছক ভুল বোঝাবুঝি। স্থানীয় পর্যায়ে এর সমাধান হয়েছে।

Bootstrap Image Preview