Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লার ঘটনায় ফেসবুক-ইউটিউবে গুজব গোলাম মাওলার পরিচয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ১০:৫৪ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০২১, ১০:৫৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কুমিল্লা ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়ানোর অভিযোগে গোলাম মাওলা (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই যুবক কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর মধ্য-দক্ষিণপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

সূত্র জানায়, গোলাম মাওলা তার নিজের দোকানে ভিডিও এডিটর হিসেবে কাজ করেন। ১৩ অক্টোবর সে নানুয়ার দিঘীর পাড় পূজামণ্ডপে গিয়ে ছবি সংগ্রহ করেন। সেই সব ছবিতে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। তার এই উগ্রবাদী প্রচারণায় সাধারণ মানুষের মাঝে উত্তেজনা তৈরি করেছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘আটক গোলাম মাওলা দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারমূলক লেখা ও উসকানিমূলক ভিডিও পোস্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Bootstrap Image Preview