Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়াবা সেবন করে অতীতের গল্পে একমত না হওয়ায় বন্ধুকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ১০:১২ PM
আপডেট: ২২ অক্টোবর ২০২১, ১০:১২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গাজীপুরে ইয়াবা সেবনকালে অতীত স্মৃতি নিয়ে গল্পের জেরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে একে অপরের চাপাতির আঘাতে এক বন্ধু নিহত ও অপর বন্ধু আহত হয়েছে। শুক্রবার গাজীপুর শহরের মধ্য ছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে।

বন্ধুকে খুনের এ ঘটনায় আহত শেখর দাসকে (৪৭) পুলিশ আটক করেছে।

নিহতের নাম- সৈয়দ সাজ্জাদ হোসেন তাপস (৫০)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন মধ্য ছায়াবিথী এলাকার আলাউদ্দীন আহমেদের ছেলে। তার বন্ধু আটক শেখর দাস (৪৭) একই এলাকার সরু মিয়া রোডের বাসিন্দা।

জিএমপি’র সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে শেখর দাস প্রায় প্রতিদিনের মতো তার দীর্ঘদিনের বন্ধু তাপসের বাড়ির টিনশেডের ঘরে যায়। মাদকাসক্ত ওই দুই বন্ধু সেখানে রাতভর ইয়াবা ট্যাবলেট সেবন করে। শুক্রবার ভোরে ইয়াবা সেবনকালে অতীত স্মৃতি নিয়ে গল্প করার সময় তাদের মাঝে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাপস চাপাতি দিয়ে শেখরের হাতে কোপ দিলে তিনি আহত হন।

তিনি আরও জানান, এ সময় তাপসের কাছ থেকে চাপাতি ছিনিয়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে শেখর। এতে দু’জনেই আহত হয়। তাদের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে গুরুতর আহত দুই বন্ধু তাপস ও শেখরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাপসের অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর উত্তরা এলাকার শিন শিন জাপান হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাপস মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আলামত জব্দ করে। খুনের এ ঘটনায় নিহতের বন্ধু শেখর দাসকে আটক করে পুলিশ। আহত শেখর দাস পুলিশের প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview