Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এমভি সম্রাট-৭ লঞ্চের কেবিন নারীর মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ০৩:২৪ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০২১, ০৩:২৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পটুয়াখালীতে এমভি সম্রাট-৭ লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, লঞ্চের স্টাফ কেবিন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কেবিনটির বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশকে বিষয়টি  জানান লঞ্চ স্টাফরা। পুলিশ গিয়ে তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ কাজ করছে। তার পরিচয় পাওয়া গেলে ঘটনার রহস্য উদঘাটন করা সহজ হবে। আপাতত মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Bootstrap Image Preview