সিলেট নগরীর সুরমা মার্কেটের বদরুল রেস্ট হাউস থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে নারী-পুরুষসহ ৬ জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পু’লিশ তাদের গ্রে’প্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ।
গ্রে’প্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জে’লার দিরাই থা’নার রন্নারচর এলাকার মৃ’ত সুমন মিয়ার পুত্র মোঃ মন্ডু (৪৮), সিলেট জে’লার বিয়ানীবাজার উপজে’লার কোনা শালেস্বর গ্রামের মৃ’ত সাতর আলীর পুত্র মোঃ কুদ্দুস (৪৭), বগুড়া জে’লার সাতমা’থা গ্রামের আকবর মিয়ার মে’য়ে মনি আক্তার (২৪), নোয়াখালী জে’লার সোনাইমুড়ি থা’নার চনগাও গ্রামের মৃ’ত শান্ত মিয়ার মে’য়ে ও আব্দুল খালিকের স্ত্রী’ সাথি বেগম (২৫), গাজীপুর জে’লার সদর এলাকার শরীফপুর গ্রামের দবিরুল ইস’লামের কন্যা ম’রিয়ম খাতুন (২৩), নাটোর জে’লার বাগাতিপাড়া উপজে’লার মহাজনপ্পুর গ্রামের মৃ’ত শহিদুল ইস’লামের মে’য়ে স্বপ্না খাতুন (২৪)।
এসময় বদরুল রেস্ট হাউজের মালিক মো. সুন্দর আলীসহ আরো ২-৩ জন পু’লিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
গ্রে’প্তারকৃতদের বি’রুদ্ধে কোতয়ালী মডেল থা’নায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১২/১৩ মা’মলা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পু’লিশ।