সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বাংলাদেশের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।
নিজের সিনেমা, অভিনয় ও গানের খবর নিয়ে ভক্ত-অনুরাগীদের নিয়মিত আপডেট দেন তিনি।
তার সেসব পোস্টে অনেক নেতিবাচক মন্তব্যও জমা পড়ে। এমনকি গালাগাল করতে দেখা যায় নুসরাতের ছবির মন্তব্যের তলায়।
‘গালিগালাজ করতে থাকুন’, নিন্দুকরা কটূক্তি করলে বাড়ছে নুসরতের ব্যাঙ্ক ব্যালেন্স! এমনই অদ্ভুত তথ্য দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। তাঁর দাবি, প্রতিটি গালাগালি পিছু ১১ টাকা করে পান তিনি।
চলতি সপ্তাহের শুক্রবার ঢাকার বনানীতে দিদি মারিয়ার ফ্যাশন হাউজ উদ্বোধনে গিয়েছিলেন 'বিবাহ অভিযান' খ্যাত অভিনেত্রী। সেখানেই সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যাঁরা আমাকে ভালোবাসেন তাঁদের সকলকেই অনেক ভালোবাসা। যাঁরা আমাকে গালমন্দ করে তাঁরা নিজেদের কাজ করতে থাকুন। কারণ, প্রতিটি কুকথার জন্য আমি ১১ টাকা করে পাই।'
নায়িকার ওই মন্তব্যের পর শোরগোল শুরু হয়েছে ভক্তমহলে। পাশাপাশি, নেট পাড়াতেও এ নিয়ে তুমুল হইচই চলছে। আসলে অভিনেত্রী নিজের ফেবু, টুইটার বা ইনস্টা হ্যান্ডেলে কোনও ছবি বা অন্য পোস্ট দিলে, সেখানে যেমন ভালো কমেন্ট পড়ে, তেমনই কুকথার ঝড় ওঠে। আর সে নিয়ে কথা বলতে গিয়েই ওই মন্তব্য করেন অভিনেত্রী।
বাংলাদেশ এবং ভারতীয় বিনোদন জগতের অন্যতম নাম নুসরত ফারিয়া। দুই বঙ্গেই ব্যাপক জনপ্রিয় তিনি। আগামী সপ্তাহেই SVF Music এর হাবিবি গানটি মুক্তি পেতে চলেছে। ওই গানটি গেয়েছেন ফারিয়া। মিউজিক ভিডিয়োতেও দেখা যাবে তাঁকে। এ প্রসঙ্গে নুসরত বলেন, ‘এটি একটি আইটেম সং। মুম্বইয়ের রাজকীয় মহলে শ্যুটিং হয়েছিল।'
ফারিয়া এই নিয়ে তিন নম্বর গান গাইলেন। নুসরাতের গানের প্রশংসায় উচ্ছ্বসিত হন ভক্তরা। তবে একাংশ তা নিয়ে সমালোচনা করতেও পিছপা হন না। নিন্দুকদের এবার একহাত নিলেন অভিনেত্রী। বিন্দাস কায়দায় বললেন, ‘চালিয়ে যান’। তিনি মনে করেন, প্রশংসা এবং নিন্দা দুটিরই প্রয়োজনীয়তা রয়েছে।
এছাড়া বিয়ের প্রসঙ্গেও কথা বলেন ফারিয়া। আপাতত তিনি বিয়ে করছেন না বলে জানান এ নায়িকা।
তিনি বলেন, ‘বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। এটা পরিস্কার।’
এমন সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেন ফারিয়া। বলেন, ‘বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগে। সেই সময়টা আমার কাছে নেই। তাই আপাতত বিয়ে করছি না।’
প্রসঙ্গত, নুসরাত ফারিয়া রূপালি ভুবনে ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেছেন ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস টু’র মতো আলোচিত সিনেমায়। সর্বশেষ ২০২০ সালে ‘শাহেনশাহ’ সিনেমায় তাকে দেখা গেছে।