Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারে হোটেল থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২১, ১২:৫২ PM
আপডেট: ০১ নভেম্বর ২০২১, ১২:৫২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের নতুন বাজার এলাকার হোটেল থেকে মনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্বার করেছে থানা পুলিশ। রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের নতুন বাজার টু-স্টার আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

হোটেলের ম্যানেজার মো. আব্দুল কাইয়ুম বলেন, এই নারী আমাদের হোটেলে নিচে লেবু, নাগা মরিচ ইত্যাদি বেচাকেনা করতেন। আমাদের হোটেলে-এ মাঝে মধ্যে পরিষ্কার-পরিছন্নতার কাজও করতেন। আজ বিকেলের দিকে হঠাৎ করে আমরা হোটেলের তৃতীয় তলার বাথরুমে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেই।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, মোনয়ারা দীর্ঘদিন ধরে সবজির ব্যবসা করতেন। তিনি শহরতলীর শাহীবাগ এলাকার মৃত নূর মিয়ার স্ত্রী।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মো. আসাদুর রহমান বলেন, মনোয়ারা বেগমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ বলা যাবে।

Bootstrap Image Preview