Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বরগুনায় ৪ মাছের দাম ১৮ লাখ টাকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২১, ১০:০৫ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০২১, ১০:০৫ PM

bdmorning Image Preview


বরগুনার পাথরঘাটা উপজেলার বাংলাদেশ মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) পাইকারি বাজারে চারটি দাতিনা মাছ বিক্রি হয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায়।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুর ১টার দিকে পাইকারি বাজারের আর কে ফিসের মৎস্য আরতদার নজরুল ইসলাম প্রকাশ্যে ডাকে মাছ চারটি বিক্রি করেন।

মাছ চারটির ওজন হয়েছে ৯০ কেজি। বিএফডিসি বাজারের মৎস্য পাইকার মোস্তফা আলম নগদ টাকায় মাছগুলো ক্রয় করেন।

নজরুল ইসলাম জানান, তার এক দাদোনভোগী জেলে বেল্লাল হোসেন সুন্দরবন সংলগ্ন সাগরে কোড়াল মাছ ধরার জন্য মঙ্গলবার রাতে জাল ফেলে ২ ঘণ্টা পর জাল উঠালে ওই জালে চারটি মাছ ধরা পরে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলেরা ওই মাছ পাথরঘাটা বিএফডিসি ঘাটে পাইকারি মাছ বাজারে আনলে আড়ৎদারের মাধ্যমে পাইকারি বাজারে মাছ চারটি বিক্রির জন্য উঠাতে মাছ চারটি ক্রয়ের জন্য ১২জন পাইকার অংশ নেয়। পরে সর্বোচ্চ ডাকে মোস্তফা আলম মাছ চারটি ক্রয় করেন। মাছ চারটি প্রতি মণ সাত লাখ ৯০ হাজার টাকা করে দাম পড়েছে।

মোস্তফা আলম বলেন, ‘এই মাছ আমার বৈজ্ঞানিক নাম জানা নেই। তবে জেলেদের ভাষায় অনেকে বলে দাতিনা আবার কেউ বলে ভোল মাছ। মাছগুলো আমি ভারতের বাজারে বিক্রি করব। এই মাছে আমার লাখ টাকার মতো ব্যবসা হতে পারে। মাছগুলো দেখতে কোরাল মাছের মতো।'

Bootstrap Image Preview