Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুলশানের ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব থেকে মদ ও বিয়ার উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২১, ০৫:২৫ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০২১, ০৫:২৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর গুলশানের দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করা হয়। গতকাল মধ্যরাতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল-মোমেন জানান, অভিযানে সাড়ে চার শতাধিক দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৪০০ এর বেশি ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ক্লাবের হলরুমে একটি মঞ্চ ছিল। সেখানে কার্পেট সরানোর পর একটি কাঠের কুঠুরি পাওয়া যায়। সেটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে দেখা যায় মদের বোতল রাখা। মঞ্চের পাশে একটি শৌচাগারের ভেতর সিলিং সরানোর পর তালাবদ্ধ গোপন চেম্বার পাওয়া যায়।

Bootstrap Image Preview