Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরীমণি কারাগারে থাকায় ফ্লোরে ঘুমিয়েছে ভক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ০৯:৪৪ AM
আপডেট: ১০ নভেম্বর ২০২১, ০৯:৪৪ AM

bdmorning Image Preview


মাদক মামলায় আটক হয়ে গত আগস্ট মাসে ২৭ দিন কারাগারে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। এই সময়টা পরীর নিজের জন্য যেমন দুঃসহ ছিল, তেমনি তার ভক্তদের জন্যও ছিল অনেক কষ্টের। আর এই সময়টায় পরীমণির এক ভক্ত আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। বিছানায় না ঘুমিয়ে ঘুমিয়েছেন ফ্লোরে।

পরীমণির কাছে পাঠানো এক চিঠিতে এমন কথাই জানিয়েছেন প্রিয়া নামের ওই ভক্ত। আর তা ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। প্রিয় নায়িকার কাছে পাঠানো ভক্তের সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

পরীমণি ওই ভক্তের চিঠি পোস্ট করে লিখেছেন, ‘কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব।’

ভক্ত চিঠিতে প্রিয় নায়িকাকে লিখেছেন, ‘শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রিয়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি, শুধু ভর্তা-ভাত খেয়েছি।

তারপর আমি বিছানায় ঘুমাইনি। ফ্লোরে ঘুমিয়েছি। আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করবো। আপু আমি আপনার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভালোবাসাটা…।’

Bootstrap Image Preview