Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অ্যাপেক্স’র টয়লেটে নারীদের ভিডিও ধারণ, কর্মচারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০৯:৪৮ AM
আপডেট: ১৮ নভেম্বর ২০২১, ০৯:৪৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কক্সবাজারের চকরিয়ায় অ্যাপেক্স শু-এর শোরুমের টয়লেটে নারীদের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

আটককৃত রুহুল আমিন কুমিল্লার হোমনা উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন। এর আগে, মঙ্গলবার ঐ উপজেলার আনোয়ার শপিং কমপ্লেক্সে অবস্থিত অ্যাপেক্স শু’র শোরুমে এ ঘটনা ঘটে।

পরিদর্শক আনোয়ার জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এক ব্যক্তি ৯৯৯-নম্বরে কল করে জানান- তিনি ও তার স্ত্রী আনোয়ার শপিং কমপ্লেক্সের অ্যাপেক্স শু’র শোরুমে জুতা কিনতে গিয়েছিলেন। তার স্ত্রী শোরুমের টয়লেটে গেলে সেখানকার এক কর্মচারী টয়লেট পরিষ্কারের করার কথা বলে ভেতরে ঢুকে একটি মোবাইলের ভিডিও চালু করে রেখে আসে। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাকে জানালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ওই কর্মচারীকে আটক করেন।

চকরিয়া থানার এসআই মোশাররফ হোসেন জানান, ৯৯৯-নম্বরের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঐ শো-রুমের কর্মচারী রুহুল আমিনকে আটক করা হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

Bootstrap Image Preview