Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মোটা হাতি’র জবাব মুখে ঝামা ঘষে দিলেন ঐন্দ্রিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ১১:৩৪ AM
আপডেট: ১৮ নভেম্বর ২০২১, ১১:৩৪ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার। সম্প্রতি শোনা গিয়েছে, খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তাঁদের নিয়ে ট্রোলিংয়ের শেষ নেই। নানা সময়ে নিত্যনতুন সমালোচনা হয়ে থাকে এই জুটিকে ঘিরে। অন্যদিকে অনেক সময় নির্দিষ্ট করে আক্রমণ করা হয়ে থাকে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। ইদানিংকালে তাঁকে বডি শেমিং নিয়ে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে। যদিও এবার সমস্ত ট্রোলিংয়ের যোগ্য জবাব দিয়ে দিয়েছেন অভিনেত্রী।

এই ট্রোলিংয়ের জেরে অনেকেই নিজের মেজাজ হারিয়ে ফেলেন। আবার অনেকে চুপ থেকে জবাব দিয়ে থাকেন। করোনা সংক্রমণের জেরে বাড়িতে বসে থেকে থেকে দেহে জমছে মেদ। একই কারণে বেশ মোটা হয়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা সেনও। কিছুদিন আগে পর্যন্ত তাঁর দেহে বাড়তি মেদের কারণে শুনতে হয়েছে নেটিজেনদের অনেক মন্তব্য। এবার শেষমেষ ‘মোটা হাতি’র তকমা হাঁটিয়ে ১০ কেজি ওজন কমালেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ইতোমধ্যেই নিজের শরীরের ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। আরো ৭ কেজি ওজন কমানোর টার্গেট নিয়েছেন তিনি। আর ঠিক এইজন্যেই শরীরচর্চার ও ডায়েট দুই মিলিয়ে কড়া অনুশাসনে রেখেছেন নিজেকে। 

তবে সেসব নয়তো হলো, নেট নাগরিকদের একটাই প্রশ্ন হঠাৎ করে কেনই বা তিনি ওজন কমাতে এরকম উঠে পড়ে লেগেছেন! অভিনেত্রী ঐন্দ্রিলা সেন শুধুমাত্র কোন বিশেষ ছবির জন্য নিজের শারীরিক চেহারার পরিবর্তন করছেন এরকম কোন খবর আগে কখনো কানে আসেনি। তাহলে কি শীঘ্রই বিয়ে!

অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের মতে, লকডাউনে বাড়িতে বসে ভীষণ ওজন বেড়ে গিয়েছিল তার। সব স্বাভাবিক হওয়ায় তাই নিজের শারীরিক সুস্থতার দিকে কড়া নজর দিয়েছেন তিনি। নিজের শরীর ঠিক রাখতে ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাড়তি মেদের কারণে যাতে পরবর্তীকালে কোন সমস্যার সম্মুখীন না হতে হয় সেই চেষ্টাই করে চলেছেন তিনি। এর পেছনে অন্য কোনো লুকানো রহস্য নেই বলেই জানিয়েছেন।

অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে বেশ কিছু বছর ধরেই লিভিং সম্পর্কে আবদ্ধ রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সম্প্রতি অভিনেতা অঙ্কুশ হাজরার একটি সামাজিক মাধ্যমের বিশেষ পোস্ট বাড়িয়ে দিয়েছিল তাদের বিয়ের জল্পনা। যদিও পরে অভিনেতা সরাসরিভাবে জানিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র গাড়ি কেনার জন্যই এমন পোস্ট করেছিলেন। 

তবে বিয়েটা ঠিক কবে করছেন সেটাই এখন নেট নাগরিকদের মাথাব্যথা! অভিনেত্রী বলেছেন, যদি তিনি বিয়ে করেন তাহলে সকলকে জানিয়েই করবেন। এমনকি সাজুগুজুতে কোন কমতি থাকবে না। তবে আপাতত ফিট ঢাকায় তার একমাত্র লক্ষ্য। তবে জিরো ফিগারেরও শখ নেই অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের।

Bootstrap Image Preview