Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০৪:০৩ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০২১, ০৪:০৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

গত ২০১৫ সালে বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন তিনি। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি আরও বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন আদালত।

গত ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটি দায়ের করে পুলিশ। মামলার অভিযোগপত্র গ্রহণে আজ দিন ধার্য ছিল। তবে রিজভী আদালতে উপস্থিত হননি।

Bootstrap Image Preview