Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিবস্ত্র মেয়েকে ধর্ষণের চেষ্টা দৃশ্য দেখলেন মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ১০:৪৩ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ১০:৪৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


খুলনায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে ডুমুরিয়া উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রাইসুল শেখ (১৬) ডুমুরিয়ার আটলিয়া গ্রামের আজিজুল শেখের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন ডুমুরিয়া থানা‌-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

শিশুর পরিবার জানায়, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আমার পাঁচ বছরের কন্যাশিশু বাসায় খেলা করছিল। তার মা তাকে ঘরে রেখে পাশেই একটা কাজে যায়। আমার মেয়েকে একা পেয়ে রাইসুল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে তার মা বাড়িতে এসে মেয়েকে না পেয়ে আশপাশে খুঁজতে বের হয়। পাশেই  রাইসুলের বাড়ির দরজা বন্ধ থাকায় ফাঁক দিয়ে দেখেন বিবস্ত্র করে মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। তিনি চিৎকার করলে রাইসুল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে থানা-পুলিশকে জানানো হলে পুলিশ শুক্রবার দুপুরে রাইসুলকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওসি মো. ওবায়দুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাইসুল শেখ নার্সারি শ্রেণিতে পড়ুয়া পাঁচ বছরের ওই শিশুকে ধর্ষণের চেষ্টাকালে শিশুটির মা দেখে ফেলেন। এ সময় তার চিৎকারে ধর্ষণচেষ্টাকারী রাইসুল পালিয়ে যায়।

Bootstrap Image Preview