Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম ডেটে গিয়ে যে বিপদে পড়েছিলেন ঋতাভরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ১২:০৫ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০২১, ১২:০৫ PM

bdmorning Image Preview


প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় খোলামেলা রূপে ছবি দিয়ে হরহামেশাই খবরের শিরোনাম হন ঋতাভরী। নেট দুনিয়ায়ও তাকে নিয়ে চলে নানান চর্চা। এবার অভিনেত্রী গণমাধ্যমের পাতায় জায়গা করে নিলেন নারী-পুরুষ বিষয়ে সাহসী মন্তব্য ও প্রথম ডেটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে।

ঋতাভরী বলেন, ‘একজন পুরুষের যখন অনেক সঙ্গী থাকে, তখন সে তারকা। কিন্তু একজন নারীর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। কোনো নারীর অনেক সঙ্গী থাকলে তাকে বেশ্যা বলা হয়। আমার ভাষার জন্য ক্ষমাপ্রার্থী।’  

‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত ঋতাভরী তার প্রথম প্রেমের প্রথম ডেটিংয়ের ঘটনা জানিয়ে বলেন, ‘আমরা দু’জন একসঙ্গে, আশেপাশে আর কেউ নেই। তখনই নাকে গন্ধটা আসে। আসলে, আমার ওই প্রেমিকের জুতা থেকে গন্ধ বের হচ্ছিল।’

এমন অস্বস্তিকর মুহূর্তের সাক্ষী হয়ে ডেটিং ভুলেই যান ঋতাভরী। পরবর্তী ছয় মাসে তিনি আর ডেট করেননি। সম্প্রতি অভিনেত্রী নুসরাত জাহানের শো’তে এসেই এসব গোপন কথা প্রকাশ্যে আনেন ঋতাভরী।

একই অনুষ্ঠানে তার কাছে নুসরাত জানতে চান, সবচেয়ে অদ্ভুত কোন জায়গায় প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গভাবে মিলিত হয়েছিলেন। জবাবে ঋতাভরী বলেন, ‘রান্নাঘরে। তবে নিজের বাড়ির না, অন্যের বাড়ির রান্নাঘরে।’

এদিকে বর্তমানে তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন ঋতাভরী। যিনি একজন মনোবিদ। এ বছরের শেষের দিকে তারা বাগদান করবেন। এরপর মাস ছয়েক লিভ-ইন করে তারপর বিয়ের কথা ভাববেন।

Bootstrap Image Preview