Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২১, ০১:০২ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১, ০১:০২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় হায়াতুল্লাহ ওরফে হায়াতুল (৩০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার তারাইকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে হায়াতুল। স্ত্রী রোমালা আক্তার ও ৫ সন্তান নিয়ে থাকতেন কুড়িল মৃধাবাড়ি এলাকায়। তিনি নিজেও পেশায় প্রাইভেটকার চালক।

নিহত হায়াতুলের চাচাতো ভাই আলী হোসেন জানান, ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার চালাত হায়াতুল। বিকেলে মালিকের বাসায় প্রাইভেটকারটি রেখে নিজের বাইসাইকেল নিয়ে কুড়িলের বাসায় ফিরছিল সে। তখন একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়েছে। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে ভর্তি হয়ে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পরই তার মৃত্যু হয়। থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

Bootstrap Image Preview