Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে তেজগাঁও কলেজে ভবন উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২১, ০৪:৫৯ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


তেজগাঁও কলেজ প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির নামে শনিবার, ৪ ডিসেম্বর ভবন উদ্বোধন করা হয়। এসময় স্বরাষ্ট্র মন্ত্রী নিজে উপস্থিত ছিলেন।

এছাড়াও মুজিব কর্ণার ও প্রিন্সিপাল আব্দুর রশিদ অডিটোরিয়াম এবং লিফট উদ্বোধন করা হয়। 

তেজগাঁও কলেজ এর অধ্যক্ষ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান, তেজগাঁও কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন-আর-রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন তেজগাঁও ছাত্রলীগের নেতৃবৃন্দ, তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন এর নেতারা।

এসময় বক্তারা তেজগাঁও কলেজ এর উন্নয়ন কার্যক্রম এর প্রসংসা করেন। ভবিষ্যতে যেন এরকম উন্নয়ন চলমান থাকে সেদিকেও লক্ষ্য রাখার কথা জানান। গুণগত শিক্ষা নিশ্চিত করে তেজগাঁও কলেজ কে মডেল কলেজে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।

Bootstrap Image Preview