বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় সাজা ঘোষণার মাধ্যমে অপরাধীদের ক্ষেত্রে দল দেখা হয় না তা প্রমাণ হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে রায়ের প্রতিক্রিয়ায় কাছে এ মন্তব্য করেন তিনি।
সাদ্দাম হোসেন বলেন, বুয়েটের আবরার ফাহাদের ঘটনা মর্মান্তিক। নিম্ন আদালতে রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে প্রমাণিত হয়েছে, অপরাধীদের ক্ষেত্রে দল দেখা হয় না