Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের প্রতিরক্ষা প্রধানের হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের সংখ্যা অনেক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ০২:৪৪ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১, ০২:৪৪ PM

bdmorning Image Preview


ভারতের তামিল নাড়ু রাজ্যে কনোর অঞ্চলে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার কর্মী এবং পরিবারের সদস্যরা ছিলেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন আর দুই জন বেঁচে গেছেন। তবে বিস্তারিত এখনও জানা যায়নি।

সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি নিলগিরিতে বিধ্বস্ত হয়।

সেনা সূত্রে জানানো হয়েছে, বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে তামিলনাড়ুর কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে এ দিন দুপুরে সেনাবাহিনীর এম-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ে।

ওই হেলিকপ্টারে সস্ত্রীক প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ মোট ১৪ জন উপস্থিত ছিলেন।

দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে সেনাবাহিনী। দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে, তাদের স্থানীয় ওয়েলিংটন ক্যান্টনমেন্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি, তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

Bootstrap Image Preview