Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইভ্যালির প্রধান কার্যালয়ে চুরি, ভবনমালিক সালাহউদ্দিন গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ০১:০১ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১, ০১:০১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি প্রধান কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির আসবাব, অফিশিয়াল নথি ও বেশ কিছু পণ্য চুরির ঘটনায় দায়ের করা মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই ভবনের মালিক সালাহউদ্দিন। 

গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ১১ /এ নম্বর রোডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রেপ্তার হওয়ার পর ওই কার্যালয় থেকে মালামাল, নথি ও আসবাব চুরির অভিযোগে সালাউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়। 

গত ১২ অক্টোবর হাইকোর্ট ইভ্যালির বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি বোর্ড গঠন করেন। ওই বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবির বাদি হয়ে ইভ্যালির মালামাল, নথি ও আসবাব চুরি করার অভিযোগে বাড়ির মালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি ছিলেন সালাহউদ্দিন। 

Bootstrap Image Preview