Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রেস্ট হাউস থেকে ছাত্রলীগ নেতাসহ ১০ তরুণ-তরুণী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১১:৪৯ AM
আপডেট: ১০ ডিসেম্বর ২০২১, ১১:৪৯ AM

bdmorning Image Preview


চট্টগ্রামের পাঁচলাইশে একটি রেস্ট হাউসে অভিযান চালিয়ে ছাত্রলীগের ১ নেতাসহ ১০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, আটক ১০ জনের মধ্যে নগরের পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আল আহাদ রয়েছেন। বাকি ৯ জনের মধ্যে ৫ জন আহাদের সহযোগী। এ ছাড়া অন্য চারজন নারী।

ওসি জাহিদুল কবির বলেন, নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার তিনতলার একটি ভবনের নিচতলায় অনৈতিক কাজ চলছে, এমন খবর পায় পুলিশ। এ খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিদের মহানগর অধ্যাদেশ অনুযায়ী, আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে। তাঁদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।

আইনজীবীরা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যে অভিযোগ, তাতে মহানগর অধ্যাদেশ অনুযায়ী, তাঁদের একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানা হতে পারে। জরিমানা না দিলে কারাগারে পাঠানোর বিধান আছে।

Bootstrap Image Preview